স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইল সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী টাঙ্গাইল জেলা শ্রমিক লীগ ও জেলা শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মোটরসাইকেল শোডাইনের মাধ্যমে গনসংযোগ শুরু করেছেন। বুধবার (১৩ ফেব্রুয়ারী) সকালে শহরের শিবনাথ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মোটরসাইকেল শোডাউন রেব হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলার প্রত্যেক ইউনিয়নে শোডাউন ও সমাবেশ করেছে। সমাবেশে আওয়ামী লীগের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী টাঙ্গাইল জেলা শ্রমিক লীগ ও জেলা শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। শোডাউনে জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগের অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল সদরে ভাইস চেয়ারম্যান প্রার্থী সোহেল রানার গনসংযোগ

মন্তব্য করুন