স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইল স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর সদর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা বৃহস্পতিবার (৫জুলাই) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন। উপজেলা নির্বাহী অফিসার জিনাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা
মইনুল হোসেন লিন্টু, সদর উপজেলা শিক্ষা অফিসার আক্তারুন্নাহারসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে পুলিশ লাইন্স সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে আনুহলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ব্রাহ্মন কুশিয়া সরকারী প্রথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে ধোপাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে প্রধান অতিথি উভয় টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের থেলোয়ারদের হাতে গোল্ডকাপ ট্রফি ও ব্যক্তিগত পুরস্কার তুলে দেন।
মন্তব্য করুন