
কালিহাতী প্রতিনিধিঃ “নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” প্রতিপাদ্যে দেশব্যাপী মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে কালিহাতীতে র্যালী ও মশাবাহিত রোগ প্রতিরোধকল্পে কালিহাতী পৌরসভার সকল ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ আগস্ট শুক্রবার সকাল ১০ টায় র্যালীটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে পৌরসভা কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালীটিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী বিকম, ভাইস চেয়ারম্যান আখতারুজজামান, কালিহাতী পৌর মেয়র আলী আকবর, কালিহাতী থানার অফিসার ইন-চার্জ হাসান আল-মামুন, প্যানেল মেয়র সিদ্দিক হোসেন, কালিহাতী পৌরসভার সহকারি প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব শহিদুজ্জামান আকন্দ সহ সকল কাউন্সিলরবৃন্দ।
্ছাড়া এ বিষয়ে প্রতিটি ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন