স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভা মঙ্গলবার (১৫ জানুয়ারি) ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ আলী জিন্নাহ।
সভায় বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা শাহজাহান আলী সরকার, উপ সহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, খন্দকার শফিকুর রহমান ও মুহাম্মদ শফিকুর রহমান, ইউনিয়ন উপ সহকারী ভুমি কর্মকর্তা উম্মে মাসুমা দেওয়ান, ইউপি সদস্য আল আমিন মোল্লা, আবদুর রহিম বাদশা, রোস্তম আলিম, রফিকুল ইসলাম, ফরিদ সরকার, হেকমত আলী, আব্দুল খালেক, মজিবর রহমান। সংরক্ষিত মহিলা সদস্য শান্তি বেগম, পারুল বেগম, নাজ মিয়ারা, পরিবার কল্যাণ পরিদর্শিক আব্দুল লতিফ, এনজিও প্রতিনিধি খন্দকার ফিরোজ আহমেদ ও জনস্বাস্থ্য প্রকৌশলের মেকনিক্স সরোয়ার হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন ইউপি সচিব আবদুল আলীম।
সভায় ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড, সমস্যা, সম্ভাবনা, বিভিন্ন দপ্তরের কার্যক্রম নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কাকুয়া ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মন্তব্য করুন